Home কলকাতা রহস্যজনক ভাবে নিঁখোজ নিট পরীক্ষার্থী

রহস্যজনক ভাবে নিঁখোজ নিট পরীক্ষার্থী

by banganews

রহস্যজনক ভাবে নিখোঁজ বেলঘড়িয়ার নিট পরীক্ষার্থী। সময় যতো এগোচ্ছে ততোই পরিবারের সদস্যদের মধ্যে বাড়ছে উৎকন্ঠা। মঙ্গলবার সকাল সাড়ে নয়টা নাগাদ বেলঘড়িয়ার আলামবাজার মন্দিরে পুজো দিতে দেখা যায় রাকশীত মিত্তালকে। সি.সি টি.ভি ফুটেজেও সেই ছবিই ধরা পড়েছে। এরপরে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সকাল ১১ টা নাগাদ তাঁর মোবাইলে শেষ লোকেশান টাওয়ার দেখা গিয়েছিলো দত্তপুকুর এলাকায়।

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!