Home পাঁচমিশালি গুগল আর্থের রহস্যময় ছবি, ৪০০ ফুট গভীর বরফের নিচে আস্ত জাহাজ

গুগল আর্থের রহস্যময় ছবি, ৪০০ ফুট গভীর বরফের নিচে আস্ত জাহাজ

by banganews

সম্প্রতি ইন্টারনেটে চাঞ্চল্য ছড়িয়েছে একটি ছবি, গুগল আর্থে পাওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে অ্যান্টার্কটিকায় বরফের নিচে হিমায়িত অবস্থায় রয়েছে একটি আস্ত জাহাজ। পুরু বরফ আস্তরণের প্রায় ৪০০ ফুট নিচে জাহাজের মতো দেখতে একটি বস্তু নজর কেড়েছে সকলের। বিশালাকৃতির হিমশৈলে আটকে থাকা জাহাজের মতো দেখতে সেই বস্তুর ছবি উপগ্রহ মারফত পৃথিবীতে পাঠিয়েছে গুগল আর্থ।

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!