TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

যোধপুরে একই পরিবারের ১১ জনের রহস্যমৃত্যু

যোধপুর, ৯ অগাস্ট, ২০২০: রাজস্থানের যোধপুরে মর্মান্তিক ঘটনা। একই পরিবারের ১১ জনের দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ‌ওই পরিবারের একজন সদস্য জীবিত রয়েছেন। লোডটা গ্রামে বাড়ির কাছেই সেই ব্যক্তির খোঁজ মিলেছে।
তবে পরিবারের বাকি ১১ জনের মৃত্যু কীভাবে হল? এই প্রশ্নের জবাবে সেই ব্যক্তি বলেছেন, তিনি কিছুই জানেন না।
জানা গিয়েছে, ওই হিন্দু পরিবার আগে পাকিস্তানে থাকত। ভিল সম্প্রদায়ের ওই পরিবারের সদস্যরা ভারতে এসে ওই গ্রামে কৃষিকাজের জন্য একটি খামার ভাড়া নেন। সেখানেই একটি ঘরে তাঁরা থাকতেন।

আরও পড়ুন সোমালিয়া সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ৮

যোধপুরের পুলিশ সুপার রাহুল ভরত জানান, ‘জীবিত ব্যক্তি কিছু জানেন না বলে দাবি করেছেন। সম্ভবত গতকাল রাতেই এই ঘটনা ঘটেছে।’
পুলিশ সুপার আরও জানান, ‘খামারের বাইরে রাসায়নিক মিলেছে। সবাই মিলে কোনও রাসায়নিক খেয়ে থাকতে পারেন।’
মৃতদের কারও শরীরেই কোনও ক্ষত পাওয়া যায়নি। এখনও অবধি মৃত্যুর কারণও পরিষ্কার নয়। সব ক’টি দেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা মৃত্যুর কারণ খুঁজছেন। যে খামার থেকে মৃতদের উদ্ধার করা হয়েছে সেখানে পুলিশ কুকুর এনেও তল্লাশি চালানো হয়। তবে এখনও কোনও সূত্র খুঁজে পায়নি পুলিশ।

আরও পড়ুন 

প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, পারিবারিক গোলমালের জেরে এই ঘটনা ঘটেছে। পরিবারের একমাত্র জীবিত সদস্যকে জেরা করে মৃত্যুর কারণ খোঁজার চেষ্টা চালাচ্ছে রাজস্থান পুলিশ।