Home দেশ মধ্যপ্রদেশে “কিল করোনার” ক্যাম্পেনঃ দরজায়  দরজায় ঘুরে করোনা পরীক্ষা করা হবে জুলাই থেকেই

মধ্যপ্রদেশে “কিল করোনার” ক্যাম্পেনঃ দরজায়  দরজায় ঘুরে করোনা পরীক্ষা করা হবে জুলাই থেকেই

by banganews
 শনিবার কোভিড ১৯ মহামারী সম্পর্কে ভার্চুয়াল রিভিউ সভার সময় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, এই অভিযানের আওতায় ঘরে ঘরে অভিযান  চালানো হবে এবং নাগরিকদের পরীক্ষাও করা হবে।
 মধ্যপ্রদেশ সরকার রাজ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে নিয়ন্ত্রণের জন্য ২ জুলাই থেকে ” কিল করোনার ” প্রচার শুরু করবে।
শিবরাজ সিং চৌহান বলেছেন ১৫  দিনের প্রচার চলাকালীন প্রতিদিন আড়াই লক্ষ পরীক্ষা নেওয়া হবে এবং ১৫ হাজার থেকে ২০ হাজার নমুনা সংগ্রহ করা হবে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।
 তিনি বলেন, পরীক্ষাগ্রহণ নমুনা সংগ্রহ দ্বিগুণ করা হয়েছে৷  রাজ্যগুলির করোনাতে সুস্থতার হার ছিল ৭৬.৯ শতাংশ, এবং দেশে সুস্থতার হার  ৫৮.১ শতাংশ।
 রাজ্যে কোভিড -১৯ বৃদ্ধির হার ছিল প্রতি ১.৪৪, যা জাতীয় গড় ৩.৬৯ শতাংশের অর্ধেকেরও কম।
 মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে করোনা পসিটিভ ৩.৮৫% যেখানে দেশে ৬.৫৪% করোনা পসিটিভ৷
শনিবার অবধি মধ্য প্রদেশে এই রোগের কারণে ১২,৯৬৫ কোভিড ১৯ পসিটিভ এবং ৫৫০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

You may also like

Leave a Reply!