Home বঙ্গ নিজেকে বিজেপি থেকে সুরক্ষিত করলেন ১০ লক্ষের বেশি মানুষ

নিজেকে বিজেপি থেকে সুরক্ষিত করলেন ১০ লক্ষের বেশি মানুষ

by banganews

বঙ্গ নিউস, ১৮ নভেম্বর, ২০২০ঃ দিদিকে বলো, ‘সোজা বাংলায় বলছি’ ‘বাংলার গর্ব মমতা’ একাধিক ক্যাম্পেন করে ব্যাপক সাড়া পেয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের পাশে দাঁড়ানোর যে প্রয়াস , কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের যে বদ্ধমূল দৃঢ়তা তাতে আপ্লুত সাধারণ মানুষ। দিদিকে দেখেই কয়েক লক্ষ মানুষ তাঁর প্রকল্পে সাড়া দিয়েছে। এবার নির্বাচনের আগে ডিজিটালি মানুষের কাছে পৌঁছেছে তৃণমুল নেতৃত্ব। নতুন করে একটি ক্যাম্পেন শুরু করেছে বিজেপি থেকে নিজেকে সুরক্ষিত রাখুন। যদিও মানুষ বুঝে গিয়েছে বিজেপি হল মিথ্যা প্রতিশ্রুতির আস্ত কারখানা। ‘Mark Yourself Safe from BJP’ নামে খোলা হয়েছে একটি ওয়েবসাইট।

আরও পড়ুন দুদেশের সম্পর্ক দৃঢ় করতে বাইডেন কে ফোন মোদীর

তৃণমূল নেতৃত্বের দাবি, অল্পদিনেই সাড়া ফেলে দিয়েছে ‘Mark Yourself Safe from BJP’ ক্যাম্পেন। ১৭ নভেম্বর পর্যন্ত ১০ লক্ষের বেশি ব্যবহারকারী নিজেদের বিজেপির থেকে সুরক্ষিত করেছেন। ওয়েবসাইটটি ঘুরে দেখেছেন ১৪ লক্ষের বেশি নেটিজেন। www.savebengalfrombjp.com ওয়েবসাইটে ঢুকলেই আসছে বিকল্প। এর পাশাপাশি রয়েছে একাধিক প্রশ্ন। ‘আপনি কি ঘৃণার বিরুদ্ধে?’ বিকল্প আসছে। তাতে ‘হ্যাঁ’ ক্লিক করলেই আপনি সুরক্ষিত হয়ে গেলেন। এছাড়াও ফেসবুক গ্রুপে যুক্ত হয়েছেন ৯৩,৩২৩ সদস্য। তাঁদের অধিকাংশেরই বয়স ১৮ থেকে ৩৫ বছর।

You may also like

Leave a Reply!