Home দেশ নিষিদ্ধ চিনা অ্যাপ উইবোতে মোদীর ২ লাখ ৪০ হাজার ফলোয়ার্স

নিষিদ্ধ চিনা অ্যাপ উইবোতে মোদীর ২ লাখ ৪০ হাজার ফলোয়ার্স

by banganews

লাদাখে গালোয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে উত্তেজনা বাড়ায় চিনের বিরুদ্ধে ‘ডিজিটাল স্ট্রাইক’ ঘোষণা করেছে কেন্দ্র। টিকটক, জেনডার, শেয়ার ইট, ইউসি ব্রাউজার, হ্যালো, উইচ্যাট সহ ৫৯টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র। নিষিদ্ধ ঘোষণা করা সেই অ্যাপের দলে আছে উইবো অ্যাপটিও। ভারতে যেমন টুইটারের জনপ্রিয়তা, চিনে তেমনই উইবো-র জনপ্রিয়তা। উইবো-তে ভেরিফায়েড অ্যাকাউন্ট ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চিনের মানুষদের সঙ্গে জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যেই উইবো-তে যোগ দেন মোদী। যোগ দেওয়া মাত্রই টুইটারের মতো উইবো-তেও বাড়তে থাকে মোদীর ফ্যান-ফলোয়িং। সেখানেও মোদীর ফলোয়ার্সের সংখ্যা বিশাল প্রায় ২ লাখ ৪০ হাজার।

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!