বঙ্গ নিউস, ২২ নম্বর, ২০২০ঃ করোনা ভ্যাকসিন নিয়ে এবার দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী মঙ্গলবার অর্থাৎ ২৪ তারিখ ভার্চুয়াল বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। নবান্ন থেকে সেই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা ভ্যাকসিন নিয়ে ভার্চুয়াল বৈঠকে থাকার কারণে বাঁকুড়ায় কর্মসূচীতে কাটছাঁট করেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন বেসরকারি ট্রেন চালানোর পরিকল্পনা করছে কেন্দ্র
পূর্বনির্ধারিত সূচী পরিবর্তন করে আজই তিনি বাঁকুড়ায় যাচ্ছেন। কাল সেখানে একটি প্রশাসনিক সভা ও আরেকটি প্রশাসনিক বৈঠক রয়েছে। কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধন জানিয়েছেন আগামী বছরের গোড়ার দিকে ভারতে করোনা ভ্যাকসিন চলে আসবে। আগামী বছরের জুন-জুলাইয়ের মধ্যেই ২৫ কোটি ভারতীয়কে এই ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। এদিকে আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। পশ্চিমবঙ্গে এই মুহুর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫২ হাজার ৭৭০ জন। আক্রান্তের নিরিখে অষ্টমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।