বঙ্গ নিউস, ১৮ নভেম্বর, ২০২০ঃ নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ভারত-মার্কিন সম্পর্ককে আরও মজবুত করতে বাইডেনের সঙ্গে ফোনালাপ সারলেন নরেন্দ্র মোদী। লাদাখ সীমান্ত নিয়ে বেজিংয়ের বাড়বারন্ত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও ও প্রতিরক্ষা সচিব মার্ক এস্পারের সঙ্গে আলচনায় বসেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন ডিসেম্বরের মধ্যেই সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে , জানিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়
কিন্তু ট্রাম্প কে হারিয়ে হোয়াইট হাউস দখল নেন বাইডেন। জল্পনা ওঠে নতুন প্রেসিডেন্ট এর সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে। সেবিষয় আজ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয় বাইডেনের। তিনি জানিয়েছেন করোনা নিয়ন্ত্রণ থেকে বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্টা , বিশ্বের একাধিক ইস্যুতে ভারতকে পাশে পেতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ পাওয়ার ব্যাপারেও মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারত পাশে পাবে বলে মনে করা হচ্ছে। বাইডেন ক্ষমতায় আসার পরই H1-B ভিসা পাওয়ার কড়াকড়ি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ৫ লাখ বিদেশিকে গ্রিন কার্ড দেওয়ার সম্ভাবনাও অনেকটাই উজ্জ্বল হয়ে উঠেছে। তবে চিনের ভূমিকা নিয়ে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও ক্ষুব্ধ থাকলেও তা নিয়ে বাইডেন কতটা ভূমিকা গ্রহন করবে তা নিয়ে প্রশ্ন থাকছেই।