Home বঙ্গ বিশ্বের সেরা ১০০জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় মমতা এবং মোদী

বিশ্বের সেরা ১০০জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় মমতা এবং মোদী

by banganews

২০২১-এ ‘টাইম ম্যাগাজিনের’ পক্ষ থেকে ইতিমধ্যেই বিশ্বের সেরা ১০০জন প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়েছে৷ আর সেই তালিকায় নাম রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এর ।আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো পড়ুন

অসুস্থ বিজেপি কর্মীকে বাড়ি গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড দিলেন তৃণমূল প্রশাসক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও রয়েছেন
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, কোভিশিল্ড নির্মাতা সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদার পুনাওয়ালা।

গত বছর ২০২১এ টাইম ম্যাগাজিনের এই তালিকায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি, গুগলের সিইও সুন্দর পিচাই,অভিনেতা আয়ুষ্মান খুরানা,এইচআইভি গবেষক রবিন্দর গুপ্তা, শাহিনবাগ আন্দোলনের প্রধান মুখ বিলকিস বেগম।

১৮ বছর ধরে রাজনীতি, সমাজসেবা থেকে শুরু করে ২০২১ বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্য মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ নরেন্দ্র মোদী ও অমিত শাহের মত প্রভাবশালী ব্যক্তিদের হারিয়ে সারা দেশের মানুষের কাছে বিজেপি বিরোধী প্রধান মুখ মমতা৷

২০২৪ এর লোকসভা নির্বাচনে মোদি সরকারকে পরাজিত করে রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টির স্বপ্ন দেখছে তৃণমূল৷

অন্যদিকে বাংলায় বিজেপি পরাজিত হলেও প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা তুঙ্গে তাই বিশ্বসেরা ১০০ ব্যক্তির তালিকায় রয়েছেন তিনি

You may also like

Leave a Reply!