Home লাইফস্টাইল বৈবাহিক সম্পর্কে বলপূর্বক সঙ্গম ধর্ষণ নয়!

বৈবাহিক সম্পর্কে বলপূর্বক সঙ্গম ধর্ষণ নয়!

by banganews

বৈবাহিক সম্পর্কে স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও সঙ্গম – প্রসঙ্গটি আইনত অপরাধ কি না এই নিয়ে একাধিক বার প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, ব্যাপারটি বহুবার পৌঁছেছে কোর্ট অবধিও।বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে স্ত্রীর মতের বিরুদ্ধে জোর পূর্বক স্বামী কোনও সম্পর্ক স্থাপন করলেন কি না তা নিয়ে বিবেচনা করতে নারাজ আদালত। তাই গত বৃহস্পতিবার অভিযুক্তকে বেকসুর খালাস করে দেওয়ার রায় দেন তাঁরা।

এক দম্পতির বিবাহ হয়েছিল ২০২০ সালের ২২ নভেম্বর৷ বিয়ের শুরু থেকেই একাধিক মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির বিরুদ্ধে। এমনকি তাঁরা পণের দাবিতেও নির্যাতন চালাতেন ওই নববধূর উপর। সমস্যা গুরুতর হয়, বিবাহের একমাস পরে ২ রা জানুয়ারি মহাবালেশ্বর বেড়াতে যাওয়ার পর। সেখানে গিয়ে মহিলার স্বামী তাঁর মতের বিরুদ্ধেই বল পূর্বক যৌন সঙ্গমে বাধ্য করেন তাঁকে। ফলে মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের কাছে গেলে জানা যায় মহিলার কোমরের থেকে নীচের অংশ পক্ষাঘাত গ্রস্ত হয়ে পড়েছে। এরপরই উপযুক্ত বিচারের আশায় আদালতের স্মরণপন্ন হয়েছিলেন ওই মহিলা।

আদালত বক্তব্য ,যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর স্ত্রীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন। স্ত্রীর বয়স ১৮ বছরের বেশি। তাই এটিকে ধর্ষণ বলা চলে না। স্বামী-স্ত্রীর সম্পর্কে যদি স্বামী জোর করেও সঙ্গমে বাধ্য করেন, তাহলেও এটিকে ধর্ষণ বলা যাবে না।

কিন্তু এই রায় মহিলাদের সুরক্ষা এবং সম্মানের পক্ষে কতটা হিতকর সে বিষয় প্রশ্নের অবকাশ থাকে৷

You may also like

Leave a Reply!