Home কলকাতা বিদ্যাসাগরের দ্বিশতবার্ষিকীতে মূর্তি ভাঙা নিয়ে মমতার ক্ষোভ

বিদ্যাসাগরের দ্বিশতবার্ষিকীতে মূর্তি ভাঙা নিয়ে মমতার ক্ষোভ

by banganews

কলকাতা, ২৬ সেপ্টেম্বর, ২০২০: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো বছর পূর্তি আজ। এই অনন্য মহাজীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন। তবে সেই টুইটে ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আবহে কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় ধিক্কার জানিয়েছেন আবারও। মমতা তাঁর টুইটে লেখেন, “বাংলা ভাষার পথিকৃৎ, বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ জন্মদিবসে শ্রদ্ধার্ঘ। আজীবন মেয়েদের অধিকার রক্ষায় সংগ্রাম করেছেন মানুষটি।

বিধবা বিবাহ প্রচলন তাঁর বিশেষ অবদান। বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধের বিরুদ্ধেও লড়েছেন দয়ার সাগর। বিদ্যাসাগর বাংলার গর্ব। বর্তমান সময়েও তিনি আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। ২০১৯ সালে কয়েকজন বহিরাগত বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। এতে হামলাকারীদের বাংলার ঐতিহ্য ও গরিমা নষ্ট করার চেষ্টাই প্রকাশ পেয়েছে। বিদ্যাসাগরের ভাবনাচিন্তা ও মতাদর্শ আজীবন আমাদের মূল্যবোধের সঙ্গে জড়িত থাকবে।”

আরও পড়ুন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সুস্থতা কামনায় পূজার্চনা অনুগামীদের

বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে টুইট করেছেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর বার্তায় বিদ্যাসাগরকে তিনি ‘সর্বকালের অন্যতম সেরা সংস্কারক’ বলে উল্লেখ করেন।

You may also like

Leave a Reply!