Home বঙ্গ করোনাযুদ্ধে সাংস্কৃতিক অস্ত্র, কবিতা লিখলেন মমতা

করোনাযুদ্ধে সাংস্কৃতিক অস্ত্র, কবিতা লিখলেন মমতা

by banganews

কলকাতা, ১২ অগাস্ট, ২০২০: করোনা পরিস্থিতিতে সামনে দাঁড়িয়ে যিনি শুরু থেকে নেতৃত্ব দিয়ে আসছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসকের গদিতে বসে নয়, বরং পথেঘাটে নেমে বারবার মানুষকে শেখাচ্ছেন, সচেতন করছেন, ভরসা জোগাচ্ছেন। করোনা আক্রান্ত বাংলা প্রথম দিন থেকে পাশে পেয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে।
এবারও পেল। তবে একটু ব্যতিক্রমী চরিত্রে। হাতে তুলে নিলেন সংস্কৃতির অস্ত্র। করোনা নিয়ে আবারও কবিতা লিখলেন মমতা।

আরও পড়ুন রাজ্যে ফের লকডাউনের দিন বদল

এবার করোনার কবলে পড়া এক ‘ফ্যাকাশে পৃথিবী’র কথা উঠে এল তাঁর কলমে। কবিতার নাম ‘ফ্যাকাশে’। এ লেখায় ‘নিউ নর্মাল’ পৃথিবীর কথা তুলে ধরেছেন তিনি। কোভিড যুদ্ধের ভারে পৃথিবী যে কতটা বদলে গিয়েছে, তা ছত্রে ছত্রে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। মাস্কে ঢাকা মুখগুলিকে তুলনা করেছেন সূর্যগ্রহণের সঙ্গে। করোনা পরিস্থিতিতে ভ্যাকসিনের জন্য অপেক্ষা করা ছাড়া যে আর কোনও উপায় নেই, তাও কবিতায় উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

তবে এই কবিতা শুধুই যে বিপর্যয়ে শেষ, তা নয়। বিপর্যয়ের মধ্যেও সংস্কৃতি তথা মননের ছোঁয়া মুখ্যমন্ত্রীর প্রতিটা শব্দের ছত্রে ছত্রে।
সামাজিক মাধ্যমে প্রচারিত হতেই মুহূর্তে মুখ্যমন্ত্রীর এই কবিতা ভাইরালও হয়েছে।

You may also like

Leave a Reply!