Home কলকাতা বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়, সবরকমের সাহায্যের আশ্বাস

বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়, সবরকমের সাহায্যের আশ্বাস

by banganews

বঙ্গ নিউস, ৯ ডিসেম্বর, ২০২০ঃ সবসময় মানবিকতার নজির গড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার ব্যাতিক্রম হল না। শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। খবর পেয়ে হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তনের প্রতি সৌজন্যতা দেখিয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন বর্তমান মুখ্যমন্ত্রী। তাঁর পরিবারের পাশে দাঁড়িয়ে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে গিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন বনগাঁ সভা থেকে নানা ইস্যুতে বিজেপিকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এরপর হাসপাতাল থেকে তিনি বলেন ‘ওর দ্রুত সুস্থতা চাই, মীরা বৌদি কষ্টে আছেন, রাজ্য ওর পরিবারের পাশে আছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। খুব সম্মান করি, ডাক্তার নার্সদের ধন্যবাদ জানাচ্ছি। যখনই কোনো সাহায্য লাগবে রাজ্য সরকার ব্যবস্থা করবে’ । ছয় জন চিকিৎসকের একটি দল বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার দায়িত্বে আছেন। তাঁকে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে। অবস্থা সংকটজনক হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

You may also like

Leave a Reply!