Home বঙ্গ তীব্র দাবদাহে রাজ্যে এগিয়ে এল স্কুলের গরমের ছুটি

তীব্র দাবদাহে রাজ্যে এগিয়ে এল স্কুলের গরমের ছুটি

by banganews

রাজ্যে এগিয়ে এল গরমের ছুটি। কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক জেলায় চলছে তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে পড়ুয়াদের কথা মাথায় রেখে ২ মে থেকে স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাচ্ছে। বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষাসচিবকে এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কতদিন চলবে ছুটি, তা এখনও জানানো হয়নি।

মে মাসে ফের ‘দুয়ারে সরকার’, ‘পাড়ায় সমাধান’, দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “প্রচণ্ড গরম পড়েছে। আমার কাছে খবর আসছে, গরমে অনেক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ছে। তাই গরমের ছুটি এগিয়ে আনা হোক।” রিভিউ বৈঠক থেকে শিক্ষা দফতরকে এমনই নির্দেশ দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর আশঙ্কা, মে মাসে করোনার প্রকোপ বাড়তে পারে। এমন পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকার পক্ষেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। মে মাসের শেষ নাকি জুন মাসের শুরু পর্যন্ত স্কুল বন্ধ থাকবে, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা দফতর।

শিক্ষামহল বলছে, ১০ মে’র মধ্যে প্রথম দফার পরীক্ষা সেরে ফেলার নির্দেশ ছিল শিক্ষা দফতরের। ফলে চলতি মাসের শেষ থেকে বহু স্কুলে পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু গরমের ছুটি পড়লে কীভাবে সেই পরীক্ষা হবে, তা নিয়ে সংশয়ে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ।

You may also like

Leave a Reply!