Home কলকাতা ডিসেম্বরে খুলে দেওয়া হতে পারে মাঝেরহাট ব্রিজ

ডিসেম্বরে খুলে দেওয়া হতে পারে মাঝেরহাট ব্রিজ

by banganews

ডিসেম্বর থেকেই খুলে যেতে পারে মাঝেরহাট ব্রিজ। এমনটাই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস নতুন করে সেজে উঠেছে মাঝেরহাট ব্রিজ। ২০১৮ সালে ভেঙে পড়েছিল উত্তর ও দক্ষিণ কলকাতার এই সংযোগস্থল। আবার নতুন করে তৈরি হয়েছে এই ব্রিজ। মোট ৮৪ টি কেবল ধরে রেখেছে এই ব্রিজটিকে। আগের থেকে অনেক মজবুত ভাবে তৈরি হয়েছে মাঝেরহাট ব্রিজ।

অস্কারে ভারতের হয়ে লড়বে মালয়ালম ছবি

আজ ব্রিজ পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস। ব্রিজের একপ্রান্ত থেকে অপরপ্রান্তে ঘুরে দেখেন তিনি। আগের থেকে অনেক চওড়া এই ব্রিজ। ফলে যানযটের কোনো সম্ভাবনা নেই। আর কোনো ভারী যান ব্রিজে উঠলেও কন্ট্রোল রুমে সিগনাল চলে যাবে। ব্রিজ পরিদর্শন করার পর অরুপ বিশ্বাস জানিয়েছেন সব ঠিক থাকলে ডিসেম্বরেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে মাঝেরহাট ব্রিজ। এই ব্রিজ খুলে দেওয়া হলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন।

 

১ ডিসেম্বর থেকে ৭ টি স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

You may also like

Leave a Reply!