Home দেশ অমিত শাহর ভার্চুয়াল সভা নিয়ে সরব হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

অমিত শাহর ভার্চুয়াল সভা নিয়ে সরব হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

by Webdesk

কেন্দ্র রাজ্য সংঘাত লেগেই আছে বিভিন্ন ইস্যুতে। করোনার আবহে রাজনীতি করছে কেন্দ্র এই ইস্যুতে বারবার সরব হয়েছে রাজ্য সরকার। কয়েকদিন আগে সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দোপাধ্যায় দাবি করেছিলেন এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে কি করে রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করা যায় তাই নিয়ে প্রচার করছে কেন্দ্র।

আরো পড়ুন – গীতিকার জাভেদ আখতার ট্যুইটারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করেন।

এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভার্চুয়াল সভা নিয়ে সরব হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি জানিয়েছেন বিহারে অমিত শাহ ভার্চুয়াল সভা করে রামমন্দির, সংবিধানের ৩৭০ ধারা, সিএএ তিনতালাক নিয়ে কথা বলেছেন অথচ তাঁর কেন্দ্রীয় টিম এটা জানতে চায়নি সেখানকার পরিযায়ী শ্রমিকদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। যদিও কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন কোভিডের বিরুদ্ধে সকলকে একত্রিত করা এই সভার উদ্দেশ্য ছিল, বিহারের নির্বাচনের সাথে এর কোনো যোগ নেই। প্রসঙ্গত বিহার, ওড়িশা, তারপর বাংলা তিন রাজ্যে অমিত শাহ র ভার্চুয়াল সভা।

আরো পড়ুন – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ১০ হাজারের বেশি পরিযায়ী শ্রমিকের হাতে জব কার্ড তুলে দেওয়া হলো

কোভিডের বিরুদ্ধে এই সভা হলেও রাজনীতির নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। এই নিয়েই প্রশ্ন তুলেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। কয়েকদিন আগে স্বাস্থ্যমন্ত্রী বলেছিল ১৩০ কোটি ভারতীয়র কোভিড টেস্ট করা সম্ভব নয়। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ কটাক্ষ করে বলেন সরকার এনসিআর নিয়ে পুরোনো তথ্য খুঁজে পেতে ব্যস্ত অথচ কোভিড পরীক্ষার ক্ষেত্রে উদাসীন। একাধিক ইস্যুতে রাজ্যের বিরোধিতা করে আসছে কেন্দ্র। রাজ্যের মানুষের পাশে না দাঁড়িয়ে অপপ্রচার করছে। এই নিয়ে সরব হচ্ছেন তৃণমূল নেতৃত্ব।

You may also like

Leave a Reply!