Home বিনোদন ইউটিউবে ‘লাইক’-এর থেকে ‘ডিসলাইক’ বেশি মহেশের ট্রেলারে

ইউটিউবে ‘লাইক’-এর থেকে ‘ডিসলাইক’ বেশি মহেশের ট্রেলারে

by banganews

মুম্বই, ১২ অগাস্ট, ২০২০: মহেশ ভাটের পরিচালনায় ‘সড়ক ২’ ট্রেলার মুক্তির পর যা ঘটল, সম্ভবত বলিউডে এমনটা এই প্রথম। ইউটিউবে ট্রেলার মুক্তির ৩ ঘণ্টার মধ্যেই ‘লাইক’-এর থেকে ‘ডিসলাইক’-এর সংখ্যা ছাড়িয়েছে। তিন ঘণ্টার হিসেব বলছে ৫২ হাজার ‘লাইক’ হলে, ৫ লক্ষ ২০ হাজার দর্শক ‘ডিসলাইক’ করেছেন ‘সড়ক ২’র ট্রেলার। এক্ষেত্রে ছবির ক্যানসার আক্রান্ত অভিনেতা সঞ্জয় দত্তের বর্তমান পরিস্থিতিও দর্শকদের আবেগ টানতে পারেনি।
কিন্তু কেন এত বিতৃষ্ণা?

আরও পড়ুন করোনাযুদ্ধে সাংস্কৃতিক অস্ত্র, কবিতা লিখলেন মমতা

তার একাধিক কারণ রয়েছে। ছবির দুই প্রধান চরিত্র আলিয়া এবং সিদ্ধার্থ রায় কাপুর দুজনেই তারকা-সন্তান। সর্বোপরি পরিচালক মহেশ ভাটের বিরোধিতায় নেট দুনিয়া এমনিতেই সরগরম। একদিকে বিতর্ক এবং অন্যদিকে স্বজনপোষণ, দুইয়ে মিলে শুরুতেই বিপর্য়ের মুখে ছবিটি।

আরও পড়ুন প্রাচীন সাঁওতাল বাদ্যযন্ত্রে হিন্দি গানের সুর, ভিডিওয় মন মজেছে নেটিজেনদের

এমনকী, ইতিমধ্যে অনেকে তো এমনও মন্তব্য করতে শুরু করে দিয়েছেন যে, ‘সড়ক ২’ সিনেমার জন্য হটস্টার অ্যাপটিকে নিজের ফোন থেকে ‘আনইনস্টল’ করবেন! তাঁদের দাবি, “ব্যান করা হোক হটস্টার!”

You may also like

Leave a Reply!