Home দেশ লন্ডনে নিলাম হল মহাত্মা গান্ধির চশমা

লন্ডনে নিলাম হল মহাত্মা গান্ধির চশমা

by Webdesk

ব্রিস্টল, ২৩ অগাস্ট, ২০২০: নিলামে উঠল মহাত্মা গান্ধির চশমা। দর উঠল ২৬০,০০০ পাউন্ড। দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের সর্ববৃহৎ নিলামঘর ব্রিস্টল অকশন হাউজ থেকে নিলাম হল এই ঐতিহাসিক চশমা।
ব্রিস্টল নিলামঘর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ওই চশমাটি তাঁদের চিঠির বাক্সে রেখে দিয়ে যাওয়া হয়েছিল। যিনি রেখেছিলেন, তাঁর এক পূর্বসূরিকে এই চশমা নিজে হাতে উপহার দিয়েছিলেন মহাত্মা গান্ধি। সেই পূর্বসূরি তখন ব্রিটিশ পেট্রোলিয়ামের কর্মী হিসেবে দক্ষিণ আফ্রিকায় ছিলেন।

আরও পড়ুন সংগঠনকে চাঙ্গা করতে তৃণমূলে যোগদিলেন ৪ লক্ষ যুবক

সে সময় তাঁর সঙ্গে মহাত্মা গান্ধির আলাপ হয়। সোনার পাতে মোড়া গোল ফ্রেমের চশমাটির সঙ্গে রেখে যাওয়া এক নোটে সে ব্যাপারটি লেখা আছে। অনুসন্ধানে তার সত্যতাও প্রমাণিত হয়েছে।
ব্রিস্টল নিলামঘরের এক কর্মচারী সেই চশমাটি দেখতে পেয়ে ম্যানেজমেন্টের হাতে তুলে দেন। তারপরেই নিলামের আয়োজন করা হয় বলে জানানো হয়েছে।

You may also like

Leave a Reply!