Home দেশ মহাত্মা গান্ধীর সাম্য ও সততার আদর্শই ভারতের মন্ত্র : রাষ্ট্রপতি কোবিন্দ

মহাত্মা গান্ধীর সাম্য ও সততার আদর্শই ভারতের মন্ত্র : রাষ্ট্রপতি কোবিন্দ

by banganews

নয়াদিল্লি, ১৪ অগাস্ট, ২০২০ : রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শুক্রবার জাতীর উদ্দেশে নিজের ভাষণে বলেন, এদেশের স্বাধীনতা সংগ্রামই আধুনিক ভারতবর্ষ গঠনের পথকে সুগম করেছিল। মহামারী পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করেই ভারত পালন করবে ৭৪ তম স্বাধীনতা দিবস। এদিনের বক্তৃতায় রাষ্ট্রপতি কোবিন্দ দেশের করোনা যোদ্ধাদের কুর্নিশ জানান। তাদের অক্লান্ত পরিশ্রম প্রশংসিত হয় রাষ্ট্রপতির ভাষণে। করোনা আবহে সারা দেশের একজোট হয়ে লড়াই করার এই উদ্যমকে তিনি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করেন।

তিনি বলেন, “মহামারী বিভাজন মানে না, মানুষই এই বিভাজন তৈরি করেছে। এখন মানুষকেই তার ঊর্ধ্বে উঠে একত্রিত হয়ে পৃথিবীকে বাঁচাতে হবে।” তিনি ভেদাভেদ ভুলে দেশবাসীকে মহাত্মা গান্ধীর সাম্য ও সত্যের আদর্শ অনুশীলন করতে আর্জি জানান।

আরও পড়ুন একমাসে ৫ দেশে ২৩ লক্ষ পিপিই রপ্তানি ভারতের

আজকের বক্তৃতায় তিনি একদিকে যেমন লাদাখ ইস্যুকে টেনে চিনকে বার্তা দিলেন , তেমনই আবার করোনা পরিস্থিতি, অযোধ্যা রাম মন্দির নির্মাণ ও দেশের শিক্ষা নীতির প্রসঙ্গও উল্লেখ করলেন।
চিন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ”শহীদ ভারতীয় সেনা জওয়ানদের গোটা দেশ স্যালুট জানায়। আমাদের দেশের সুরক্ষার জন্য নিজেদের জীবন দিয়েছেন বীর সৈনিকরা। এরই পাশাপাশি বৈদেশিক শত্রুকে তারা বুঝিয়ে দিয়েছেন যে দেশের প্রতি আঘাত এলে, তার প্রত্যাঘাত হবে।”

আরও পড়ুন এক মাসের রাজনৈতিক তরজার ইতি, আস্থা ভোটে জিতল গেহলট সরকার

করোনা সম্পর্কে তার বক্তব্য,”দেশের দরিদ্র মানুষ এই লকডাউন পরিস্থিতিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেইসব মানুষের সাহায্যার্থে কেন্দ্র সরকার একাধিক প্রকল্প চালু করেছে।” তার মতে শুধু নিজের দেশ নয়, অন্যান্য দেশকেও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ভারত। এছাড়া পশ্চিমবঙ্গে ‘আমফান’ ঘূর্ণিঝড়ের ফলে হওয়া ব্যাপক ক্ষয়-ক্ষতির কথাও এদিনের ভাষণে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

You may also like

Leave a Reply!