TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

মহারাষ্ট্রে নিষিদ্ধ হল রামদেবের করোনার ওষুধ

রামদেবের পতঞ্জলির করোনিল ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করল মহারাষ্ট্র। এই রাজ্যের কোত্থাও করোনিল বিক্রি করা যাবে না, জানিয়ে দিল প্রশাসন। সম্প্রতি এই ওষুধটিকে ‘একশো শতাংশ করোনারোধী’ প্রচারে বাজারে এনেছে পতঞ্জলি।
পতঞ্জলির যে করোনারোধী ওষুধ তৈরি বা বিক্রির লাইসেন্স নেই, উত্তরাখণ্ড প্রশাসন থেকে এই মর্মে নির্দেশ আসার পর দিনই মহারাষ্ট্র নিষিদ্ধ করল করোনিলকে।

আরও পড়ুন করোনা প্রতিরোধকারী ওষুধের লাইসেন্স পতঞ্জলির নেই, যাচ্ছে নোটিস

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ তাঁর টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন, বাজারে আসার আগে করোনিল ওষুধের সত্যিই ট্রায়াল হয়েছিল কিনা, তা খতিয়ে দেখবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স। ততদিন অবধি মহারাষ্ট্রে রামদেবের করোনিল বিক্রি করা যাবে না বলে পতঞ্জলিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে মহারাষ্ট্র প্রশাসন।
প্রসঙ্গত ভারতীয় আয়ুষ মন্ত্রক আগেই পতঞ্জলির কাছ থেকে করোনিল সংক্রান্ত সমস্ত নথিপত্র চেয়েছে। মন্ত্রকের অনুমতি ছাড়া পতঞ্জলি তার এই ওষুধের প্রচারও করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে আয়ুষ মন্ত্রক।