TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

দুর্ঘটনা এড়াতে মা ফ্লাইওভারে ফেন্সিং-এর সিদ্ধান্ত

কলকাতা, ২১ সেপ্টেম্বর, ২০২০ঃ চিনা মাঞ্জায় দুর্ঘটনার খবর প্রতিনিয়তই বাড়ছে। শহর কলকাতার রাস্তায়, বিশেষ করে উড়ালপুলে বাইক দুর্ঘটনার অন্যতম কারণ চিনা মাঞ্জা। একাধিকবার এধরণের দুর্ঘটনার সাক্ষী থেকেছে মা উড়ালপুল। এবার দুর্ঘটনা রুখতে এই উড়ালপুলের দু-পাশে বসানো হচ্ছে ফেন্সিং।

আরও পড়ুন গর্ভের সন্তান পুত্র নাকি কন্যা, জানতে স্ত্রীর পেট কাটলেন স্বামী

গত বছর দূর্গাপুজোর আগে তপসিয়া ব্রিজে এক বাইক আরোহীর গলা কেটে যায় চিনা মাঞ্জায়। এরপর থেকেই তৎপর হয়েছে পুলিশ। কেমডিএ-এর এক ইঞ্জিনিয়ারের কথায়, উড়ালপুলের উপর কোনো অতিরিক্ত ভার চাপানো যাবে না। তাই সবদিক বিবেচনা করেই মা উড়ালপুলের দু-পাশে জাল বসানোর কথা বলা হয়। এরপর কলকাতা পুলিশ ও কেমডিএ-র যৌথ পরিদর্শনের পর ফেন্সিং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পাশাপাশি, কলকাতা পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার চালিয়েছে তপসিয়া থানা। মাইকে প্রচারও করা হয়েছে। সূত্রের খবর, পুজোর আগে ফেন্সিং-এর কাজ শেষ করার লক্ষ্যে কাজ চলছে।