Home আবহাওয়া শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রকুটি

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রকুটি

by banganews

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে মধ্য ভারতের দিকে গেলেও দক্ষিণবঙ্গে ফের হতে পারে প্রবল বৃষ্টি। এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আকাশ হালকা মেঘাচ্ছন্ন। দুপুরের পর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বাতাসে বেড়েছে আর্দ্রতার পরিমাণ।

আরও পড়ুন ‘ভাবিজি পাঁপড়’ এর টোটকায় বশ মানল না করোনা, আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী

মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারি বৃষ্টি হতে পারে সোমবার৷ উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পঞ্জাব এবং উত্তর প্রদেশে রয়েছে বৃষ্টির আশঙ্কা। কেরল, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে ভারি বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে লাল সতর্কতা।

You may also like

Leave a Reply!