Home ফিচার শিবের খুব পছন্দের এই ফুল বছরে ফোটে মাত্র একবার

শিবের খুব পছন্দের এই ফুল বছরে ফোটে মাত্র একবার

by banganews

ব্রহ্মকমল । বৈজ্ঞানিক ভাষায় এর নাম Saussurea obvallata। সৃষ্টিকর্তা ব্রহ্মার নামানুসারে এই হিমালয়ের ফুলটির নাম৷ প্রায় ৪৫০০মিটার বা তার বেশি উচ্চতায় এই ফুল ফোটে ৷ এটি উত্তরাখণ্ডের ”স্টেট ফ্লাওয়ার”।

আরো পড়ুন

গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানানোয় কটাক্ষ করা হল মীর কে

বছরে মাত্র একবার সূর্যাস্তের পর এই ফুলের পাপড়িগুলি সম্পূর্ণ প্রস্ফুটিত হয়৷ এই ফুল ফুটতে প্রায় ২ ঘন্টা সময় লাগে। জুলাই থেকে সেপ্টেম্বর এর মাঝামাঝি সময় রাতের বেলা ফোটে ব্রহ্মকমল৷
পুরাণমতে, বিষ্ণুর নাভি থেকে এই ফুল সৃষ্টি হয়েছে৷ এই ফুলের মধ্যে স্বয়ং ব্রহ্মা বিরাজমান। এই ফুল শিব ও পার্বতীর খুব প্রিয় তাই উত্তরাখন্ডে শিবপুজোতে এই ফুল নিবেদন করা হয়৷
ভ্যালি অফ ফ্লাওয়ার্স, হেমকুন্ট সাহিব, বাসুকি তাল, রুদ্রনাথ মন্দির এর পার্বত্য পথে এই ফুল দেখতে পাওয়া যায়৷

You may also like

Leave a Reply!