Home লাইফস্টাইল এক ক্লিকেই আপনার বহুদিনের সঞ্চয় লুঠ

এক ক্লিকেই আপনার বহুদিনের সঞ্চয় লুঠ

by banganews

বর্তমানের করোনা আবহে যে কাজগুলি অনলাইনে করা যায় সেই সমস্ত কাজ অনলাইনে করার ওপর জোর দেওয়া হচ্ছে ৷ সেই একইভাবে ইপিএফের কাজও মূলত অনলাইনেই করছেন গ্রাহকরা ৷ সেই সুযোগে এবার হ্যাকারদের টার্গেট মানুষের পিএফ অ্যাকাউন্ট৷

ইতিমধ্যেই একাধিক প্রতারণার ঘটনা ঘটে গেছে ৷ তাই শ্রমমন্ত্রক একাধিকবার দেখে তবেই যেন নিজের কাজ করেন, এমন পরামর্শ দিয়েছে গ্রাহকদের ৷ফেক ওয়েবসাইটে যেকোনও মুহূর্তেই প্রতারিত হতে পারেন অ্যাকাউন্ট হোল্ডাররা ৷

আরও পড়ুন বিষাক্ত রাসায়নিক মিশ্রিত চা বিক্রির অভিযোগ শ্যামবাজারে

 

একেবারে একই রকম দেখতে ফেক পিএফ ওয়েবসাইট বানিয়েছে তারা ৷ খুব মন দিয়ে সেটা না দেখলে দুটি ওয়েবসাইটের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যাবে না ৷ যদি সেটা না দেখে ক্লিক করেন তাহলে প্রতারকদের হাতে নিজের সঞ্চিত সব অর্থ খোয়াবেন। ইপিএফ থেকে যেভাবে টাকা তুলে নেওয়া হচ্ছে তাতে স্তম্ভিত সরকারি দফতরও ৷

আরও পড়ুন সংযুক্ত আরব আমিরশাহী পাঠালো তাদের প্রথম মঙ্গলযান

এর আগে এই ধরনের হ্যাকররা বিভিন্ন লিঙ্ক ক্লিক করিয়ে কিম্বা ভুয়ো এসএমএসের মাধ্যমে সর্বস্ব লুঠ করেছেন ৷ এবার ইপিএফও-র নাম করে গ্রাহকদের থেকে আধার নম্বর থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ইউএএনের মতো ব্যক্তিগত তথ্য লোপাট করে জালিয়াতি চক্র সক্রিয় হয়ে উঠেছে। ভুয়ো ওয়েবসাইটে ঢুকে অন্য জায়গায় ইউএএন নম্বর ও অন্যান্য তথ্য পেয়ে গেলেই গ্রাহকের জীবনের বড় সঞ্চয় অর্থাৎ পিএফও লুঠ হয়ে যাচ্ছে

You may also like

1 comment

Leave a Reply!