TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

কন্টেইনমেন্ট জোনে ফের বাড়ছে লকডাউন

করোনা সংক্রমণ হঠাৎ করে বেড়ে চলায় আগামী ৯ জুলাই থেকে ফের লকডাউনের পথে হাঁটছে রাজ্য সরকার। নবান্নের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হল। কন্টেইনমেন্ট জোন নির্দিষ্ট করে লকডাউন জারি করা হবে বলে জানানো হয়েছে। বাড়ানো হচ্ছে কন্টেইনমেন্টের পরিধিও।

বন্ধ থাকবে সবরকম গণ পরিবহণ। দোকান বাজারও বন্ধ রাখা হবে। ধর্মীয় স্থান বন্ধ রাখা হবে। বন্ধ থাকবে সরকারি অফিসও। ইতিমধ্যেই বিভিন্ন অফিসে স্যানিটাইজেশন শুরু হয়ে গিয়েছে। স্থানীয় পুলিস প্রশাসন কন্টেইনমেন্ট জোন নির্দিষ্ট করবে বলে জানানো হয়েছে।

গত কয়েক সপ্তাহে শহর কলকাতায় ফের করোনা সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করেছিল। দৈনিক সংক্রমণ বাড়তে শুরু করায় চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছিলেন। তারপরেই কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ানো হয়। বহুতল গুলিতেও কন্টেইনমেন্ট জোন করে লকডাউন জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন সংক্রমণ রুখতে কড়া লকডাউনের সিদ্ধান্ত, নির্দেশিকা জারি করল নবান্ন

ইতিমধ্যেই মালদহে লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণ রুখতে ইউনিট করে লকডাউনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই পথে হেঁটেই মালদহের পর উত্তর ২৪ পরগনাতেও ১৪ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
দেখে নিন একনজরে কন্টেইনমেন্ট জোন গুলো

৩৩ নম্বর ওয়ার্ড

ফুলবাগান
সুরেন সরকার রোড
বেলেঘাটা – চৌল্পট্টি রোড,খোদাগঞ্জ মেন রোড রামকৃষ্ণ নস্কর লেন
৭৪ নম্বর ওয়ার্ড
আলিপুর
জাজস কোর্ট রোড
আলিপুর রোড
রাজা সন্তোষ রায় রোড
বেলভেডিয়ার রোড
৩২ নম্বর ওয়ার্ড
কাকুঁড়্গাছি
বাগমারি রোড
মানিকতলা মেন রোড
সি আই টি স্কিম
ফুলবাগান – বিধান নগর রোড
হুডকো হাউসিং

৯৬ নম্বর ওয়ার্ড
বিজয়গড়
২ নং এবং ৪ নং বিজয়গড়
যাদবপুর – নারকেল বাগান,বাপুজী নগর

81 নম্বর ওয়ার্ড নিউ আলিপুর জি ব্লক এন ব্লক ডি ব্লক

৬৭ নম্বর ওয়ার্ড
কসবা জি এস বোস রোড
১০৯ নম্বর ওয়ার্ড
মুকুন্দপুর পূর্বালোক।
অজয়নগর সার্ভে পার্ক

মহেশতলা পুরসভা ১০ টি
বজবজ পুরসভা ৩ টি
ডায়মন্ডহারবার পুরসভা ৩ টি
পূজালি পুরসভা ২ টি
ক্যানিং ১ ও ২ নম্বর ব্লক ৫ টি
ভাঙড় ২ নম্বর ব্লক ৬ টি
সোনারপুর পুরসভা ৩১ টি
বারুইপুর পুরসভা ৪ টি
জয়নগর পুরসভা ২ টি