কলকাতা, ১২ অগাস্ট: ফের লকডাউনের দিন বদল হল রাজ্যে। এই সিদ্ধান্ত বদলের কথা বুধবার ঘোষণা করা হল রাজ্য সরকারের তরফে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাঙ্কের কাজকর্মে অসুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। অগাস্ট মাসের শেষ সপ্তাহে পরপর দু’দিন বৃহস্পতিবার ও শুক্রবার (২৮ ও ২৯ অগাস্ট) লকডাউন থাকার কথা ছিল। তারপর পরিবর্তে এবার সোমবার ৩১ অগাস্ট লকডাউন করা হবে৷ এছাড়াও আরও তিনটি দিন সম্পূর্ণ লকডাউন থাকছে রাজ্যে। যেগুলি হল-
★বৃহস্পতিবার ২০ অগাস্ট
★শুক্রবার ২১ অগাস্ট
★বৃহস্পতিবার ২৭ অগাস্ট
★সোমবার ৩১ অগাস্ট
আরও পড়ুন কলকাতা পুলিশের জালে ৯ প্রতারক
দেশে প্রতিদিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, মোট ১০টি রাজ্যে ৮০ শতাংশ করোনা আক্রান্তের হদিশ মিলেছে। এই ১০টি রাজ্যের মধ্যে একটি বাংলা। সংক্রমণের রুখতে জুলাই মাসের শেষ থেকে প্রতি সপ্তাহে দু’দিন করে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার।

এদিকে ২৮ অগাস্ট লকডাউনের দিন পরিবর্তন নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিরোধী মহলে। তাদের অনেকেরই অভিযোগ, ওইদিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। তাই লকডাউনের দিন পরিবর্তন করা হল।