Home কলকাতা লাইভে চিড়িয়াখানা, রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত

লাইভে চিড়িয়াখানা, রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত

by banganews

কলকাতা, ১৬ অগাস্ট, ২০২০: রাজ্য সরকারের আরও এক নতুন সিদ্ধান্ত। আলিপুর ও দার্জিলিংয়ের চিড়িয়াখানার প্রাণীদের এবার দেখা যাবে ফেসবুক লাইভে। আজ  এই পরিষেবার উদ্বোধন করা হল।

আরও পড়ুন এসপি বালাসুব্রহ্মণমের শারীরিক অবস্থার উন্নতি, বেরোলেন কোমা থেকে

চিড়িয়াখানা বন্ধ সেই মার্চ মাস থেকে। ভিড় জমলেই সংক্রমণের ভয়। কিন্তু ছোটদের মন আর কতদিন মানবে! দীর্ঘদিন স্কুল নেই, বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগও নেই। সেই সঙ্গে যদি চিড়িয়াখানাও বন্ধ থাকে তাহলে মন ভাল থাকবে কী করে? একই অবস্থা পশুপ্রেমীদেরও। সেই কথা ভেবেই ফেসবুক লাইভে চিড়িয়াখানার প্রাণীদের দেখানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
রবিবার আলিপুর ও দার্জিলিং চিড়িয়াখানায় একযোগে এই পরিষেবার উদ্বোধন করলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

You may also like

Leave a Reply!