TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ডাউনলোড করা যাবে না চিনা অ্যাপ, আর যাঁদের ফোনে রয়েছে, কী হবে?

ভারতের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হওয়ায় ৫৯ টি চিনা অ্যাপগুলি নিষিদ্ধ করেছে কেন্দ্র সরকার। এইসব অ্যাপের মধ্যে বেশ কয়েকটি খুব জনপ্রিয় ৷
সোমবার চিনা অ্যাপে নিষেধাজ্ঞা জারি করে তথ্যপ্রযুক্তি মন্ত্রক। তথ্যপ্রযুক্তি আইনের ৬৯-এ ধারা ব্যবহার করে অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়।  লাদাখ সীমান্ত উত্তেজনার মধ্যে সরকারের এই সিদ্ধান্ত চিনের কাছে কড়া বার্তা পৌঁছে দেবে বলে ৷ কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগতই জানাচ্ছেন অ্যাপ ইউজাররা।
সীমান্ত-সংঘর্ষের আনেক আগে থেকেই গোয়েন্দারের রেডারে ঘুরপাক খাচ্ছে চিনা অ্যাপগুলি। গোয়েন্দা সূত্রে খবর, ব্যবহারকারীর অজান্তেই মোবাইল বা কম্পিউটার থেকে তাঁর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় চিনা অ্যাপগুলি। সেই তথ্য সরাসরি পৌঁছে যায় বিদেশি সার্ভারে। প্রযুক্তির ভাষায় যাকে ‘ডেটা মাইনিং’ বলে। তাই সার্বভৌমত্ব ও ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে ৫৯টি চিনা অ্যাপকে নিষিদ্ধ করল মোদি সরকার।
খুব শীঘ্র দেশের সার্ভিস প্রোভাইডারদের এই অ্যাপ বিষয়ক নিষেধাজ্ঞা জারি করা হতে চলেছে। কিন্তু ব্যবহারকারীদের ক্ষেত্রে কীভাবে অ্যাপ ব্যান হবে ?
সূত্রের খবর, এরপর থেকে ব্যবহারকারীরা এই অ্যাপে লগইন করতে গেলেই মেসেজ পপ আপ করতে পারে ৷ তাতে বলা হতে পারে, সরকার এই অ্যাপ নিষিদ্ধ করেছে তাই আপনাকেও অনুরোধ করা হচ্ছে এই অ্যাপ না ব্যবহার করার জন্য ৷ তবে এটা সেই সমস্ত অ্যাপের ক্ষেত্রেই কার্যকর যে অ্যাপ ব্যবহার করার জন্য অ্যাক্টিভ ইন্টারনেটের দরকার পড়ে থাকে ৷ অবশ্য এবার থেকে অ্যাপ স্টোর থেকে এই অ্যাপ আপ ডাউনলোড করা যাবে না ৷ গুগল প্লে স্টোর ও অ্যাপেল স্টোরের কাছে সরকারের নির্দেশ পৌঁছতেই এই অ্যাপ সরিয়ে দেওয়া হবে ৷
আরও পড়ুন : আজ মঙ্গলবার, কি আছে আজ ভাগ্যে! জেনে নিন আজকের রাশিফল
দেখুন নিষিদ্ধ হওয়া অ্যাপের পুরো তালিকা-
১. টিকটক
২. শেয়ারিট
৩.কোয়াই
৪. ইউসি ব্রাউজার
৫. বাইদু ম্যাল
৬. শ্যেন
৭. ক্ল্যাস অফ কিংস
৮. ডিইউ ব্যাটারি সেভার
৯. হেলো
১০. লাইকি
১১.ইউক্যাম মেকআপ
১২.এমআই কম্যুনিটি
১৩.সিএম ব্রাউজার
১৪. ভাইরাস ক্লিনার
১৫.এপাস ব্রাউজার
১৬.রোমউই
১৭. ক্লাব ফ্যাক্টরি
১৮.নিউজ ডগ
১৯. বিউটি প্লাস
২০.উই চ্যাট
২১.ইউসি নিউজ
২২.কিউকিউ মেল
২৩.ওয়েইবো
২৪.জেন্ডার
২৫.কিউকিউ মিউজিক
২৬.কিউকিউ নিউজফিড
২৭. বিগো লাইভ
২৮.সেল্ফি সিটি
২৯.মেল মাস্টার
৩০. প্যারালাল স্পেস
৩১.এমআই ভিডিও কল – শাওমি
৩২.উই সিঙ্ক
৩৩.ইএস ফাইল এক্সপ্লোরার
৩৪. ভিভা ভিডিও -কিউ ভিডিও ইংক
৩৫.মিটু
৩৬.ভিগো ভিডিও
৩৭. নিউ ভিডিও স্টেটাস
৩৮. ডিইউ রেকর্ডার
৩৯. ভল্ট- হাইড
৪০. ক্যাশে ক্লিনার ডিইউ অ্যাপ স্টুডিও
৪১.ডিইউ ক্লিনার
৪২.ডিইউ ব্রাউজার
৪৩.হ্যাগো প্লে ইউথ নিউ ফ্রেন্ডস
৪৪. ক্যাম স্ক্যানার
৪৫. ক্লিন মাস্টার – চিতা মোবাইল
৪৬. ​​ওয়ান্ডার ক্যামেরা
৪৭. ফটো ওয়ান্ডার
৪৮.কিউকিউ প্লেয়ার
৪৯. উই মিট
৫০. সুইট সেলফি
৫১. বাইদু ট্রান্সলেট
৫২.উইমেট
৫৩.কিউ কিউ ইন্টারন্যাশনাল
৫৪.কিউকিউ সিকিউরিটি সেন্টার
৫৫.কিউকিউ লঞ্চার
৫৬. ইউ ভিডিও
৫৭. উই ফ্লাই স্ট্যাটাস ভিডিও
৫৮.মোবাইল লেজেন্ডস
৫৯.ডিইউ সিকিউরিটি