Home দেশ রাম মন্দিরের ভূমিপুজোয় নেই আন্দোলনের দুই পুরোধা

রাম মন্দিরের ভূমিপুজোয় নেই আন্দোলনের দুই পুরোধা

by banganews

দিল্লি, ২ আগস্ট, ২০২০: রাম মন্দির আন্দোলনে তাঁদের ভূমিকা ছিল অন্যতম প্রধান। অথচ সেই রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠানে থাকছেন না লালকৃষ্ণ আদবানি ও মুরলী মনোহর যোশি। ৫ আগস্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে ভূমিপুজো হতে চলেছে রাম মন্দিরের।

আরও পড়ুন :  দেশের করোনা পরিস্থিতি

জানা গিয়েছে, করোনা পরিস্থিতির জন্য ঝুঁকি এড়াতে সশরীরে অযোধ্যায় উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন লালকৃষ্ণ আদবানি এবং মুরলী মনোহর যোশি। বাড়িতে বসেই ভিডিও কনফারেন্সে অনুষ্ঠান চাক্ষুষ করবেন বিজেপি-র দুই প্রবীণ মুখ। তবে রাজনৈতিক মহলে গুঞ্জন, এই দুই নেতা মোদি জমানার শুরু থেকেই দলে ব্রাত্য। তরুণ তুর্কিতে বিশ্বাসী নরেন্দ্র মোদি আর অমিত শাহ তাঁদের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন ক্রমশ। দলের যে কোনও বিষয়েই তাঁরা কার্যত একঘরে। সেই কারণেই বিজেপি-র অন্য অনেক অনুষ্ঠানের মত এই অনুষ্ঠানও এড়িয়েই গেলেন আডবানি ও যোশী।

আরও পড়ুন :  বিতর্কের মধ্যেই বাজারে দেদার বিকোচ্ছে নেপালের সংশোধিত ম্যাপ

সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে ফোনে আমন্ত্রণ জানানো হয় ওই দুই নেতাকে। ওই ট্রাস্টের সাধারণ সম্পাদক চিঠি দিয়ে জোশী এবং আডবানিকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আবেদনও জানান বলে খবর।

You may also like

Leave a Reply!