Home দেশ ডিবিএস ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হল লক্ষীবিলাস ব্যাঙ্ক

ডিবিএস ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হল লক্ষীবিলাস ব্যাঙ্ক

by banganews

বঙ্গ নিউস, ৩০ নভেম্বর, ২০২০ঃ আর্থিক সঙ্কটে পড়া লক্ষ্মীবিলাস ব্যাঙ্ক মিলে গেল ডিবিএস ব্যাঙ্কের ভারতীয় শাখার সঙ্গে ৷ গত ২৭ নভেম্বর এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ৷ এরপর ওই ব্যাঙ্কের গ্রাহকদের টাকা তোলা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে ৷ এবং তৎক্ষণাৎ ব্যাঙ্কিং পরিষেবা আবার চালু করা হয়। ব্যাঙ্কের সমস্ত শাখা, এবং এটিএম যথারীতি কাজ করতে শুরু করে।

আরও পড়ুন বন্দী মুক্তির দাবিতে মাওবাদী পোস্টার, চাঞ্চল্য জঙ্গলমহলে

সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ফিক্সড ডিপোজিটগুলোর সুদ অপরিবর্তিত রাখা হয়েছে । LVB-র কর্মচারীরা এখন থেকে DBIL-এর কর্মচারী। ইন্টিগ্রেশন সম্পূর্ণ হলে গ্রাহকরা ডিবিএস ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবার সম্পূর্ণটাই পাবেন, যার সারা বিশ্বে সুনাম রয়েছে।

মোদি সরকারের সময় আর্থিক দুর্দশায় পড়ছে একের পর এক ব্যাঙ্ক। ইয়েস ব্যাঙ্কে তৈরি হওয়া সঙ্কট সামাল দিতে সম্প্রতি SBI তার ৪৫% শেয়ার কিনেছে । এ বার লক্ষ্মীবিলাস ব্যাঙ্ককে বাঁচাতে এই প্রথম কোনও ব্যাঙ্ককে মিশে যাওয়ার ছাড়পত্র দেওয়া হচ্ছে বিদেশি ব্যাঙ্কের সঙ্গে।

You may also like

Leave a Reply!