বঙ্গ নিউস, ২১ ডিসেম্বর, ২০২০ঃ এই সমগ্র মহাবিশ্বে কেবল পৃথিবী ছাড়া কি সত্যিই কোথাও নেই প্রাণের স্পন্দন? এই প্রশ্ন এর উত্তর ভাবিয়েছিল প্রফেসর শঙ্কুকে। তিনি পেয়েছিলেন সেই অস্তিত্বের খোঁজ। কিন্তু বাস্তবে তার উত্তর আজও অজানা। তবে এবার সৌরজগতের বাইরে
51 আলোকবর্ষ দূরের এক গ্রহ থেকে রেডিও সিগন্যাল ভেসে আসছে বলে দাবি করেছেন একদল গবেষক।
আরও পড়ুন মমতার হাত ধরে পাড়ায় পাড়ায় পিঠেপুলি প্রতিযোগিতা
অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স জার্নালে তারা জানিয়েছেন, নেদারল্যান্ডসের এক রেডিও টেলিস্কোপে এই রেডিও সংকেত ধরা পড়েছে। টাউ বুটেস নক্ষত্রমণ্ডলীর অন্তর্গত বিপুল গ্যাসসমৃদ্ধ এক গ্রহ থেকে ওই রেডিও সিগনাল এসেছে বলে দাবি করেছেন গবেষকরা।
গবেষক জেক ডি টার্নার জানাচ্ছেন, এই সংকেত সৌরজগতের বাইরে প্রাণের সন্ধান সংক্রান্ত গবেষণাকে নতুন দিশা দেখাচ্ছে। যে কোনও গ্রহে প্রাণের সম্ভাবনার উপস্থিতির সঙ্গে চৌম্বক ক্ষেত্রের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।