Home বিদেশ ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কুয়েত, কর্মহীন হতে পারেন বহু মানুষ

ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কুয়েত, কর্মহীন হতে পারেন বহু মানুষ

by banganews

এবার ভারত-সহ এশিয়ার বেশ কয়েকটি দেশের নাগরিকদের উপরে নিষেধাজ্ঞা জারি করল কুয়েত। ভারত ছাড়াও পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ইরান এবং ফিলিপিন্সের নাগরিকদের প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে কুয়েত৷

কুয়েতে এই বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক কর্মসূত্রে বসবাস করেন৷ তাঁদের একটা বড় অংশই অবশ্য করোনা সংক্রমণের জন্য দেশে ফিরে এসেছেন৷ আবার এমন অনেকে রয়েছেন, যাঁদের ভিসার মেয়াদ ফুরিয়ে এসেছে ৷ অনেকে পরিবার নিয়েও কুয়েতে থাকেন৷ এঁদের সবারই ভবিষ্যৎ অনিশ্চিত৷ এবং বহু সংখ্যক ভারতীয়র চাকরি হারানোর আশঙ্কা৷

আরও পড়ুন চূড়ান্ত বর্ষের পরীক্ষার প্রস্তুতি নিক পড়ুয়ারা : কেন্দ্র

 

কুয়েতের ইন্ডিয়া সাপোর্ট গ্রুপের সভাপতি রাজপাল ত্যাগি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, ছুটি নিয়ে যাঁরা দেশে ফিরেছেন, তাঁরা এবার কুয়েতে না ফিরতে পারলে সব সংস্থাই সেই সমস্ত কর্মীদের বরখাস্ত করবে৷  নতুন আইন অনুযায়ী, কুয়েতে কর্মরত ভারতীয়দের সর্বোচ্চ সংখ্যা ১৫ শতাংশে বেঁধে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে৷ এই আইন লাগু হলে সাড়ে আট লক্ষ ভারতীয়কে কুয়েত থেকে ফিরে আসতে হতে পারে৷

কুয়েতে কর্মরত ভারতীয়দের সংখ্যা ১৫ শতাংশে বেঁধে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এর পাশাপাশি শ্রীলঙ্কা, ফিলিপিন্সের মতো দেশগুলির জন্য ১০ শতাংশ সংরক্ষণ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে৷ আর পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভিয়েতনামের নাগরিকদের জন্য ৫ শতাংশ সংরক্ষণ রাখা হয়েছে৷

আরও পড়ুন প্যান্টের ভিতরে গোখরো সাপ, ৭ ঘন্টা ঠায় দাঁড়িয়ে প্রাণ হাতে পেল যুবক : উত্তর প্রদেশ, মির্জাপুর

নতুন আইন অনুযায়ী, কুয়েতে সংস্থাগুলোয় কত সংখ্যক বিদেশি নাগরিককে চাকরি দেওয়া যাবে, তার নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া হবে৷ কুয়েতের নাগরিক এবং বিদেশিদের মধ্যে ভারসাম্য রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার৷

You may also like

Leave a Reply!