২৫ এপ্রিল থেকে শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২। নজরুল মঞ্চে সোমবার উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা সিনেমার জৌলুস বেড়েছে বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন, যদি জৌলুসই না থাকত, তা হলে বাইরে ৪৭টি সিনেমা আসত না। এবারের উৎসবে ১০টি সরকারি হলে ১৬৩ সিনেমা দেখানো হবে। বাইরুপুরে বিশাল অর্থ ব্যয় টেলি অ্যাকাডেমি তৈরি করেছে রাজ্য সরকার। তৈরি হচ্ছে সিনে মিউজিয়ামও। রাধা স্টুডিওকে নতুন ভাবে গড়ে তোলা হয়েছে। শুধু Kiff-এর সময় নয়, সারা বছরই এখানে ছবি দেখানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
আর বেঙ্গালুরুতে নয়, জলাতঙ্ক নির্ণয় এবার বেলেঘাটাতেই
সোমবার নজরুল মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিশেষ অতিথি সাংসদ শত্রঘ্ন সিনহা এই উৎসবের সূচনা করেন। এদিন এই উৎসবে উপস্থিত ছিলেন সন্দীপ রায়, গৌতম ঘোষ, রঞ্জিৎ মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, নুসরত জাহান, ইন্দ্রাণী হালদার, গৌতম ঘোষ, সায়নী ঘোষ, বাবুল সুপ্রিয়-সহ অনেকে। সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপ্পি লাহিড়ী ও অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়কে স্মরণ করেন মমতা। এদিন তিনি বলেন, আগামী বছর BGBS-এ ফিল্ম ও টেলিভিশন সেক্টরকে ডাকা হবে। এই বিষয়ে ব্যবস্থা নিতে মুখ্যসচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ফিল্ম ইন্ডাস্ট্রি ঘিরে অনেক অর্থ সংস্থান হয় বলে মত তাঁর। তিনি শত্রুঘ্ন সিনহাকে অনুরোধ করেন, এ বিষয়ে বলিউডে কথা বলতে।