Home বঙ্গ বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাই কোর্টের

বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাই কোর্টের

by banganews

বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বেই তদন্ত চলবে। তদন্তের স্বার্থে সিট আর কোনও পদক্ষেপ নিতে পারবে না। ধৃতদের সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। আগামী ৭ এপ্রিলের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট হাই কোর্টে জমা দিতে হবে সিবিআইকে।

প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানিতে একাধিক প্রশ্ন উঠে আসে। ঘটনার সময় ওই এলাকায় কটি মোবাইল ফোন সক্রিয় ছিল? কে বা কারা প্রথম নমুনা সংগ্রহ করেছিল? এফআইআর কপির বয়ান নিয়েও প্রশ্ন ওঠে কলকাতা হাই কোর্টে। শুক্রবার সকালে রায়দানের আগে প্রধান বিচারপতি বলেন, “সত্য উদঘাটনের প্রয়োজনীয়তা রয়েছে।” ন্যায়বিচারের স্বার্থে সাধারণ মানুষের আত্মবিশ্বাস বাড়াতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট।

 

পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ, বেআইনি অস্ত্র উদ্ধারে রাজ্যজুড়ে অভিযানের নির্দেশ মমতার

রায়ের অর্ডার কপি হাতে আসার পরই সিবিআই আধিকারিকরা বগটুই গ্রামে যাবেন। রাজ্য সরকারের গঠিত সিট আপাতত আর তদন্ত করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। খোদ প্রধান বিচারপতির নেতৃত্বে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী ৭ এপ্রিলের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাই কোর্টে।

You may also like

Leave a Reply!