Home দেশ ক্ষুদিরামের ছবি দুষ্কৃতীদের তালিকায়, ক্ষমা চাইল জি ফাইভ

ক্ষুদিরামের ছবি দুষ্কৃতীদের তালিকায়, ক্ষমা চাইল জি ফাইভ

by banganews

মুম্বই, ১৬ অগাস্ট, ২০২০: চাপের মুখে পড়ে পিছিয়ে গেল জি ফাইভ। নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করল। ওয়েব সিরিজ ‘অভয় ২’-র একটি দৃশ্যে বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি দুষ্কৃতীদের তালিকায় দেখানো হয়েছিল। তারপরেই অন্তর্জালে শুরু হয় ধুন্ধুমার কাণ্ড। এরপরই ক্ষমা চাইতে বাধ্য হয় জি ফাইভ। টুইট করে ক্ষমা চায় তারা। সেই টুইট শেয়ার করেন পরিচালক কেন ঘোষ।
সৈয়দ নাজিয়া হাসান নামে একজনের প্রোফাইলে ‘অভয় ২’র একটি দৃশ্য টুইট করা হয়। যেখানে থানায় বসে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ অফিসার অভয় প্রতাপ সিং ওরফে কুণাল খেমু। এই দৃশ্যেই অভয়ের পাশের বোর্ডে দুষ্কৃতীদের তালিকায় ক্ষুদিরাম বসুর ছবি দেখা যায়।

আরও পড়ুন লিফট পৌঁছানোর আগেই খুলল দরজা! পাঁচ তলা থেকে পড়ে মৃত্যু বৃদ্ধের

নাজিয়ার টুইট প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। এমনকী জি ফাইভ-কে নিষিদ্ধ করারও দাবি ওঠে।
চারপাশে বিতর্কের মুখে পড়ে অবশেষে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিতে বাধ্য হয় জি ফাইভ। জানানো হয়, ভুলটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। কারও ভাবাবেগে আঘাত করার কোনও অভিপ্রায় প্রযোজক, পরিচালক বা ওয়েব প্ল্যাটফর্মের ছিল না। দৃশ্যটি ব্লার করে দেওয়া হচ্ছে। করজোড় করা হাতের ইমোজি পোস্ট করে টুইট শেয়ার করেছেন পরিচালক কেন ঘোষ।

You may also like

Leave a Reply!