Home বঙ্গ খাদিম জুতো কারখানা বন্ধ হয়ে যাওয়ায়, বিক্ষোভ শ্রমিকদের

খাদিম জুতো কারখানা বন্ধ হয়ে যাওয়ায়, বিক্ষোভ শ্রমিকদের

by banganews

পুজো আসতে আর একমাসও বাকি নেই। আর তার আগেই বন্ধ হয়ে গেলো খাদিম কোম্পানির জুতো তৈরির কারখানা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার কাঁকিনাড়া পানপুর এলাকায়। প্রায় ১২০০ জন শ্রমিক এই মুহূর্তে কর্মহীন। এই অঞ্চলে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিলো, এই বেসরকারি সংস্থার জুতো তৈরীর কারখানা।

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!