Home বিনোদন বীরা দি ওয়েডিং এ অনিল কাপুর থেকেও বেশি উপার্জন ছিল করিনার

বীরা দি ওয়েডিং এ অনিল কাপুর থেকেও বেশি উপার্জন ছিল করিনার

by banganews

বলিউডে অভিনেত্রীরা বহুদিন ধরে অভিযোগ করে আসছেন হিরো আর হিরোইন সমান দক্ষতা এবং পরিশ্রম করলেও হিরোদের থেকে তাদের পারিশ্রমিক কম দেওয়া হয় । সম্প্রতি করিনা কাপুর ‘হোয়াট উইমেন ওয়ান্ট ‘ আমন্ত্রণ জানিয়েছিলেন অনিল কাপুর কে৷ সেখানেই করিনা বলেন হলিউডের অভিনেতারা সমবেতনের দাবিতে প্রতিবাদ করলেও বলিউডে এমন দেখা যায় নি৷ কথা প্রসঙ্গে অনিল কাপুর বলেন, “তুমি তো প্রচুর টাকা নিয়েছিলে ” করিনা বলেন, ” আমরা তো পাঁচিল ভাঙার চেষ্টা করছি। তুমি যেমনটা বললে তেমনটা সবাই করেন না। ”

ফি মকুবের দাবিতে অবস্থান বিক্ষোভ পাঁশকুড়া কলেজে

 

এরপর অনিল কাপুর জানান, বীরা দি ওয়েডিং, সিনেমার কাস্টিং এর সময় প্রডিউসার ফোন করে বলেছিলেন হিরোর থেকেও বেশি চাইছে কারিনা কাপুর। উত্তরে অনিল বলেছিলেন,” দিয়ে দাও। ও যেটা বলছে সেটা দিয়ে দাও। ” সেইসঙ্গে অনিল জানান, এমন অনেক সিনেমা করেছেন, যেখানে অভিনেত্রীরা তার থেকে বেশি পারিশ্রমিক পেয়েছেন।

করন জোহরের পরবর্তী বিগ বাজেট ছবি ‘তখত’-এ অনিল কাপুর, করিনা কাপুর একসঙ্গে অভিনয় করবেন৷ এছাড়া রণবীর সিং, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, ভিকি কৌশল থাকবেন৷ ঔরঙ্গজেব এবং দারা শিকোর মধ্যে সম্পর্ক নিয়ে এই ছবি৷

You may also like

Leave a Reply!