Home Onno Pujo 2020দীপাবলির রং কালীঘাট মন্দিরের দেবী কিন্তু কালী নন, কে তিনি?

কালীঘাট মন্দিরের দেবী কিন্তু কালী নন, কে তিনি?

by banganews

বঙ্গ নিউস, ১৩ নভেম্বর, ২০২০ঃ  কালীঘাট মহাপীঠ। সতীপীঠ। বাংলার অন্যতম শ্রেষ্ঠ কালীক্ষেত্র। অথচ এই কালীঘাটেই কালীপুজোর রাতে মা কালীর পুজো হয় না। তাহলে কার পুজো হয়?
কালীপুজোর রাতে এই মন্দিরে লক্ষ্মীপুজো হয়। আশ্চর্য হচ্ছেন তো? কারণ খুঁজতে গেলে এই মন্দিরে আনুষ্ঠানিক পুজোপাঠের শুরুতে ফিরতে হবে। সাবর্ণ চৌধুরী বংশের প্রতিষ্ঠিত এই কালীমন্দিরের পরিচালনার দায়িত্ব দেওয়া হয় গঙ্গাপ্রসাদ চক্রবর্তীকে। তিনি সাবর্ণদেরই আত্মীয়।

আরও পড়ুন ভূত চতুর্দশীর ভূতেদের চেনেন কি?

এই গঙ্গাপ্রসাদ ছিলেন বৈষ্ণব। শোনা যায়, কালীপুজোর রাতে লক্ষ্মীপুজো তিনিই শুরু করেন। দীপান্বিতা লক্ষ্মীপুজো।
তাহলে কালীপুজো হয় না? হয়। পুজোর দিন ভোর পাঁচটায়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে। তবে সন্ধেবেলায় শুধুই লক্ষ্মী আরাধনা। প্রথমে অলক্ষ্মী তাড়িয়ে মন্দিরে পাটকাঠি জ্বালিয়ে মন্দির প্রদক্ষিণ করা হয়। অলক্ষ্মী বিদায়ের পর গোটা মন্দির ধোয়া হয়। তারপর লক্ষ্মীপুজো শুরু হয়। লক্ষ্মীপুজো শেষ হয়ে গেলে তবে মায়ের ভোগ হয়।
আর লক্ষ্মীমূর্তি?
না। আলাদা কোনও মূর্তি নেই। কালীঘাটের মা কালীই পূজিতা হন মহালক্ষ্মীরূপে।

You may also like

Leave a Reply!