দিল্লি, ৭ ডিসেম্বর, ২০২০ঃ লক্ষ্য ২১ এর বিধানসভা নির্বাচন৷ বাংলার আমজনতার কাছে পৌঁছোতে চায় বিজেপি৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাংলা সফরের দিন স্থির হয়েছিল ৮ ডিসেম্বর। কিন্তু এর পরিবর্তে তিনি ৯ ডিসেম্বর বাংলায় আসছেন৷ কারণ কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে ৮ ডিসেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কৃষক সংগঠন।
আরও পড়ুন ১০ ডিসেম্বর নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী
কৃষক সংগঠনগুলির ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন বিরোধী সমস্ত রাজনৈতিক দল। পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বাম কংগ্রেস সকলেই কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন।
ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে৷ বিরোধী বিজেপি দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প নিয়ে মমতাকে কটাক্ষ করলেও তাদের নেতা কর্মীদের একাধিক সভা কর্মীসমাবেশ কার্যত মানুষের কাছে পৌঁছোনোর প্রচেষ্টা।