Home কলকাতা প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্সের ফল

প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্সের ফল

by banganews

কলকাতা, ০৭ অগাস্ট ২০২০ঃ  প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল৷ শুক্রবার দুপুর ১টায় ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করে রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফল প্রকাশ করা হয়। দুপুর আড়াইটের পর www.wbjeeb.in এবং www.wbjeeb.nic.in ওয়েবসাইটগুলি থেকে পরীক্ষার্থীরা তাদের ফল দেখতে পারবেন। র‌্যাঙ্ক কার্ডও ডাউনলোড করে নিতে পারবেন ছাত্রছাত্রীরা।

★ রাজ্য জয়েন্টে প্রথম উত্তর দিনাজপুরের সৌরদীপ দাস। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এর ছাত্র৷
★ দ্বিতীয় বর্ধমানের শুভম ঘোষ। দুর্গাপুর ডি এ ভি মডেল স্কুলের ছাত্র৷
★ তৃতীয় ঢাকুরিয়ার শ্রীমন্তি দে। দিল্লি পাবলিক স্কুলের ছাত্রী৷

আরও পড়ুন ‘নয়া শিক্ষানীতি কার্যকর হলেই পূরণ হবে দেশবাসীর প্রত্যাশা’, দাবি মোদির

চতুর্থ – উৎসব বসু,সাউথ পয়েন্ট স্কুল
পঞ্চম – পূর্ণেন্দু সেন, ডি এ ভি মডেল স্কুল দুর্গাপুর৷
ষষ্ঠ – অঙ্কুর ভৌমিক দিল্লি পাবলিক স্কুল
সপ্তম – সোহম সমাদ্দার গার্ডেন হাই স্কুল
অষ্টম – অরিত্র মিত্র বেহালা আর্য বিদ্যামন্দির
নবম – গিরিক মাসকারা সেন্ট জন্স সল্টলেক
দশম – অর্ক দত্ত লাল বাহাদুর শাস্ত্রী সেকেন্ডারি স্কুল

এবারই প্রথম ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির ক্ষেত্রে অনলাইন কাউন্সেলিং হবে। তাছাড়া, ভর্তির জন্য কলেজগুলিতে পৌঁছে প্রার্থীদের যে রিপোর্টিং করতে হয়, সেটাও এবার হবে ভার্চুয়ালি। রাজ্যজুড়ে থাকা প্রায় ১৭ হাজার কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে এবার অনলাইন কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবেন ছাত্রছাত্রীরা। এবারে কাউন্সেলিং প্রক্রিয়া অনেক চমক থাকবে বলে দাবি করছেন বোর্ড এবং উচ্চশিক্ষা দফতরের আধিকারিকরা।

You may also like

Leave a Reply!