Home দেশ নিট ( NEET) , জেইই মেইন ( JEE MAIN ) ২০২০ পরীক্ষায় স্থগিতাদেশ,  কবে হবে পরীক্ষা ? লাইভ আপডেট

নিট ( NEET) , জেইই মেইন ( JEE MAIN ) ২০২০ পরীক্ষায় স্থগিতাদেশ,  কবে হবে পরীক্ষা ? লাইভ আপডেট

by banganews
এইচআরডি মন্ত্রী রমেশ পোখরিয়াল জেই মেইন ২০২০ এবং নিট ২০২০ এর পরীক্ষার তারিখ পিছিয়ে দিয়েছেন। জেইই মেইন 1 থেকে 6 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, আর নিট ২০২০ পরীক্ষা হবে এখন 13 সেপ্টেম্বর।
জেইই মেইন ২০২০ এবং নিট ২০২০ পরীক্ষার তারিখ স্থগিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন এইচআরডি মন্ত্রী রমেশ পোকরিয়াল, লক্ষ লক্ষ প্রার্থীর অপেক্ষার অবসান হল। জেইই মেইন ২০২০ সালের পরীক্ষা এখন ১ থেকে ৬ সেপ্টেম্বর এবং জেইই অ্যাডভান্সড পরীক্ষা ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পোখরিয়াল ঘোষণা করেছেন যে, নিট ২০২০ এর পরীক্ষার তারিখ ১৩ ই সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই স্থগিতাদেশ। তিনি বলেন, এটি শিক্ষার্থীদের স্বস্তি দেবে এবং পরীক্ষার প্রস্তুতিতেও অনেক বেশি সময় পাবে৷
পোখরিয়াল বলেন, জেইই মেন ২০২০, নিট ২০২০ পরীক্ষার তারিখ ২ জুলাই পরীক্ষা পরিচালনার পরিস্থিতি পর্যালোচনা করার জন্য গঠিত প্যানেলের সুপারিশের ভিত্তিতে করা হয়েছে।

You may also like

Leave a Reply!