চেন্নাই, ১৬ অগাস্ট, ২০২০: আরও অন্তত এক বছর সময় লেগে যাবে ভারতে তৈরি করোনার টিকা পেতে। চেন্নাইয়ে এক সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম প্রধান বিজ্ঞানী ড. সৌম্য স্বামীনাথন।
ভ. স্বামীনাথন বলেছেন, এমনিতেই যে কোনও মহামারীর প্রতিষেধক আবিষ্কার হতে ৫-৮ বছর সময় লেগে যায়। তবে করোনার প্রতিষেধক নিয়ে কাজ হচ্ছে জোরদার। কাজ দ্রুত শেষ হয়ে যাওয়ার কথা। তবে চূড়ান্ত পর্বের ট্রায়াল হতে যে সময়টা প্রয়োজন, সেই সময়টা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ড. স্বামীনাথন। আর সেই সময়কালটাই সম্ভবত এক থেকে দেড় বছর।
আরও পড়ুন ধোনির পর অবসর ঘোষণা করলেন রায়না
ড. স্বামীনাথন জানান, ভারতের কোনও প্রতিষেধকই এখনও নিজের সাফল্যের তথ্য হু-র কাছে তুলে ধরতে পারেনি। এগুলির ক্লিনিক্যাল ট্রায়ালের সাফল্যের নথি পাওয়ার পরই হু প্রতিষেধকের লাইসেন্সিংয়ের কথা ভাবতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের মোট ৮টি সংস্থা এখন করোনার প্রতিষেধক তৈরি চেষ্টা চালাচ্ছে।