Home দেশ পরিবার নিয়ন্ত্রণে কাউকে বাধ্য করা সম্ভব নয়, হলফনামা কেন্দ্রের

পরিবার নিয়ন্ত্রণে কাউকে বাধ্য করা সম্ভব নয়, হলফনামা কেন্দ্রের

by banganews

দিল্লি, ১৩ ডিসেম্বর, ২০২০ঃ একাধিক নিয়মে বদল আনলেও পরিবার নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে জানাল কেন্দ্র। ইতিমধ্যেই ৩৭০ ধারা বাতিল হয়েছে। রাম মন্দিরের কাজ শুরু হয়েছে। এবার বিজেপি সমর্থকরা চাইছে পরিবার নিয়ন্ত্রণ আসুক। তবে এই প্রসঙ্গে কেন্দ্রের বক্তব্য ভিন্ন। কয়েকদিন আগে বিজেপির এক আইনজীবী নেতা অশ্বিনী কুমার উপাধ্যায় দিল্লি হাইকোর্টে একটি আবেদন দাখিল করে এই যে জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন আনা হোক। অর্থাৎ দুই জনসংখ্যার নীতি বেঁধে দেওয়া হোক। তবে সেই আবেদন খারিজ করে দেয় আদালত।

আরও পড়ুন এবার বাইকে করে অ্যাডভেঞ্চার ট্যুরে যেতে চাইলে দায়িত্ব নেবে IRCTC

হাইকোর্টের রায় কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন ওই বিজেপি নেতা। সুপ্রিম কোর্ট এবিষয় কেন্দ্রের মতামত জানতে চায়। গত ৭ ডিসেম্বর নিজেদের মতামত জানিয়ে একটি হলফনামা দাখিল করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের দেওয়া হলফনামায় বলা হয়েছে ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়টি পুরোপুরি ঐচ্ছিক। পরিবারের সদস্য সংখ্যা নিয়ন্ত্রণের অধিকার প্রত্যেক দম্পতির আছে সেখানে কোনো বাধ্যবাধকতা নেই। জন্মসংখ্যা নিয়ন্ত্রণ করলে হীতে বিপরীত হতে পারে। তাছাড়া এখন ভারতে জন্মসংখ্যার হার নিন্মমুখী আছে। গেরুয়া শিবিরের একাংশ চাইলেও এই হলফনামার অর্থ কেন্দ্র এখনই জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনতে চাইছে না।

You may also like

Leave a Reply!