কলকাতা, ১২ অগাস্ট, ২০২০: ইন্ডিয়ান সুপার লিগের লোগোর তালিকা প্রকাশ পেল। কিন্তু সে তালিকায় নেই ইস্টবেঙ্গলের লোগো।
এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, জামশেদপুর এফএসি, কেরালা ব্লাস্টার্স, মুম্বই সিটি এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি এবং ওড়িশা এফসি—এই দশটি দলের লোগো রয়েছে আইএসএল-এর টুইটার কভারে। এই ছবি সামনে আসার পরই লাল-হলুদ শিবিরকে নিয়ে শুরু হয়েছে জল্পনা।
আরও পড়ুন : চারটি ফোন থেকে চালানো যাবে একটিই হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট
দিনকয়েক আগেই জোর গলায় ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার দাবি করেছিলেন, এবার আইএসএল খেলার বিষয়ে ৮০ শতাংশ নিশ্চিত লাল-হলুদ। নয়া স্পনসরের সঙ্গে কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েছে।
সূত্রের খবর, ১০ অগাস্টের মধ্যে আইএসএল কর্তৃপক্ষের কাছে জার্সির নকশা পাঠানোর কথা ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু লাল-হলুদ কর্তারা তা পাঠাননি। ফলে সরকারিভাবে সেখানেই শেষ হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের আইএসএল খেলার সম্ভাবনা, এমনই মত কলকাতা ময়দানের বিশিষ্টদের।