Home দেশ এবার কি এনসিবি’তে পুরুষ ব্রিগেড? খবর তেমনই

এবার কি এনসিবি’তে পুরুষ ব্রিগেড? খবর তেমনই

by banganews

মুম্বই, ২৮ সেপ্টেম্বর, ২০২০: কয়েকদিন আগেই মিমি চক্রবর্তী টুইটে প্রশ্ন তুলেছিলেন, বলিউডে ড্রাগ শুধু মেয়েরাই নেয়! পুরুষরা কি ধোয়া তুলসীপাতা? নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো সে টুইট দেখেছে কিনা জানা নেই। তবে সূত্রের খবর, এবার সমন পেতে চলেছেন হৃতিক রোশন এবং শাহিদ কাপুর। হৃতিকের বিরুদ্ধে অভিযোগ, ২০১৭ সালে অসুস্থতার কারণে লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন নায়ক। এনসিবি-র কাছে খবর, হৃতিকের অসুস্থতা নাকি মাদকসংক্রান্ত। হাসপাতালের কাছ থেকে পুরনো নথি জোগাড়ের চেষ্টায় রয়েছেন আধিকারিকরা।

আরও পড়ুন করোনা আবহেই ছন্দে ফেরার চেষ্টা, শঙ্কায় চিকিৎসকরা

শাহিদও পার্টিতে মাদক নিতেন বলে অভিযোগ। তার প্রমাণও জোগাড়ের চেষ্টায় রয়েছে এনসিবি।
এদিকে করণ জোহরের বাড়িতে ২০১৯ সালের সেই বিতর্কিত পার্টির ভিডিওর ফরেন্সিক রিপোর্টও এসে গেছে এনসিবি-র হাতে। সেই রিপোর্টের ভিত্তিতে এবার শুরূ হবে তদন্ত।
অন্যদিকে, এনসিবি সূত্রে খবর, দীপিকা, সারা এবং শ্রদ্ধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকে এবার নজর দিয়েছেন আধিকারিকরা। গত তিন বছরে তাঁরা কত উপার্জন করেছেন আর কত খরচ করেছেন, কোথায় কোথায় ডেবিট কার্ডে পেমেন্ট করেছেন, এনসিবি খতিয়ে দেখছে সব। মূল উদ্দেশ্য, তাঁরা ড্রাগের জন্য পেমেন্ট কীভাবে করেছেন, সেই তথ্য বার করা।

You may also like

Leave a Reply!