Home কলকাতা স্বাধীনতা কি শুধু একটা দিন? ভিডিও বার্তায় প্রশ্ন মিমি-নুসরতের

স্বাধীনতা কি শুধু একটা দিন? ভিডিও বার্তায় প্রশ্ন মিমি-নুসরতের

by banganews

কলকাতা, ১৫ অগাস্ট, ২০২০: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা দিতে নতুন ভিডিও প্রকাশ করলেন মিমি আর নুসরত। মনে করিয়ে দিলেন, স্বাধীনতা শুধু একটা দিন মাত্র নয়। মনের আগল খোলার নাম স্বাধীনতা।

আরও পড়ুন স্বাধীনতা দিবসে এল খুশির খবর, ক্রিকেট মাঠে ভারতকন্যার বিশ্বরেকর্ড

১৫ অগাস্ট নিজের ইউটিউব চ্যানেলে ‘বন্দে মাতরম’ শীর্ষক সেই ভিডিও পোস্ট করে সাংসদ মিমি প্রশ্ন তুললেন, “আমরা সত্যিই স্বাধীন তো? স্বাস্থ্যকর্মী, পুলিশ, ব্যাঙ্ককর্মী, সাফাইকর্মী, সাংবাদিক-সহ যেসব মানুষ প্রতিদিন জনসাধারণের প্রতি নিরবচ্ছিন্ন কর্তব্য পালন করে চলেছেন, বারবার তাদের কেন আক্রমণের মুখে পড়তে হচ্ছে? একটানা পরিশ্রমের পর বাড়ি ঢুকতে গিয়েও পড়শিদের আক্রমণের শিকার হতে হচ্ছে কেন? পথকুকুরদের ভালোবেসে খাবার খাওয়ালে কিংবা একটু স্নেহের স্পর্শ দিলে শুনতে হয় আদিখ্যেতা! আসলে সেভাবে তো ভাবতেই শিখিনি আমরা! এ কোন সমাজ? যেখানে সমলিঙ্গপ্রেমকে নিজের শর্তে বাঁচার জন্য লাঞ্ছনা-কটাক্ষের শিকার হতে হয়”—
সমাজের এই জড়তাগুলো নিয়ে প্রশ্ন তোলেন সাংসদ মিমি চক্রবর্তী।

আরও পড়ুন চিনকে নজরে রাখতে জরুরিভিত্তিতে ১০টি ড্রোন কিনছে ভারতীয় নৌবাহিনী

নুসরত জাহান দিলেন মন খুলে নিজের শর্তে বাঁচার পাঠ। “প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু গুণ থাকে। কেউ রাঁধতে ভালবাসেন, কেউ আঁকতে, আবার কেউ বা নাচতে.. কিন্তু মুক্ত বিহঙ্গের মতো কজন পারে সেই ডানা মেলে উড়তে? পুরুষদের ক্ষেত্রে তা অনেকটা সহজ হলেও মেয়েদের ক্ষেত্রে কিন্তু স্বাধীনতার এতগুলো বছর পরও কিছু বাধ্যবাধকতা রয়ে গিয়েছে। আলমারিতে সযত্নে তুলে রাখা সেই স্বপ্নগুলোকেই আবার মেলে ধরা”র কথা বললেন সাংসদ নুসরত।

You may also like

Leave a Reply!