Home বিনোদন ইরফান খানের শেষ ছবির মুক্তি নতুন বছরে

ইরফান খানের শেষ ছবির মুক্তি নতুন বছরে

by banganews

বঙ্গ নিউস, ২৯ ডিসেম্বর, ২০২০ঃ নতুন বছরে মুক্তি পাবে ইরফান খান অভিনীত শেষ ছবি দ্য সং অফ স্করপিয়নস। সম্প্রতি প্রকাশিত হয়েছে পোস্টার৷ 2018-র মার্চে অভিনেতা জানিয়েছিলেন চিকিৎসার জন্য তিনি অভিনয় থেকে সাময়িক ভাবে বিরতি নিচ্ছেন। জানা যায় তাঁর নিউরোএন্ডোক্রিন টিউমার হয়েছে। দীর্ঘদিন বিদেশে চিকিৎসা করিয়ে 2019-র ফেব্রুয়ারিতে ফিরে আসেন মুম্বইতে৷ 2020-র 29 এপ্রিল কোলন ইনফেকশনে মারা যান ইরফান।

আরও পড়ুন টিআরপি বাড়াতে ঘুষ দিয়েছেন অর্ণব, বিস্ফোরক দাবি মুম্বই পুলিশের

এখন তাঁর পুরোনো কাজগুলোই সিনেপ্রেমীদের সম্বল। তাঁর করে যাওয়ার শেষ কাজ 2021 সালে মুক্তি পাবে৷ রাজস্থানের পেক্ষাপটে এক স্করপিয়ন সংগীতশিল্পীর গল্প নিয়ে তৈরি এই ছবি। ইরফান খানের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন ইরানি অভিনেত্রী গোলশিফতে ফারহানি। এছাড়া রয়েছেন ওয়াহিদা রহমান, তিলোত্তমা সোম, শশাঙ্ক অরোরা, সারা অর্জুন, শেফালি ভূষণ।সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসবে এই ছবির প্রিমিয়ার হয় । ছবির পরিচালক অনুপ সিং।

You may also like

Leave a Reply!