Home কলকাতা সৌমিত্রের পরিবারকে অপমান, আইনি পথে পৌলমী

সৌমিত্রের পরিবারকে অপমান, আইনি পথে পৌলমী

by banganews

বঙ্গ নিউস, ১৯ নভেম্বর, ২০২০ঃ সোশাল মিডিয়ায় একের পর এক ‘ভুয়ো এবং বিভ্রান্তিমূলক’ পোস্ট। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবার সম্পর্কে এমন আপত্তিকর, অপমানজনক পোস্ট ভাইরাল হতেই তার বিরুদ্ধে আইনি পথে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন সৌমিত্র-কন্যা পৌলমী বসু। ইতিমধ্যেই লালবাজারের সাইবার ক্রাইম সেলের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করেছেন তিনি। সৌমিত্রের পরিবার, রোজগার, বাধ্যতা ইত্যাদি ঘটনার উল্লেখ করে তাঁর মৃত্যুর পর থেকেই যে পোস্টগুলি ভাইরাল হচ্ছে, সেখানে সতর্কতামূলক কমেন্টও করেছেন পৌলমী। জানিয়েছেন, এসবের বিরুদ্ধে ব্যবস্থঅ নেবেন।

আরও পড়ুন ছটপুজো উপলক্ষে চলছে অস্থায়ী ঘাট নির্মাণের কাজ

শুধু এখনই নয়, সৌমিত্রবাবু যখন নার্সিংহোমে লড়াই করছেন, সে সময়ও তাঁর পরিবারের নামে বেশ কিছু ভুল এবং কুরুচিকর তথ্য পরিবেশন করেছিল একটি ওয়েব পোর্টাল। বারবার তার বিরুদ্ধে পৌলমীর রিপোর্ট করায় পোস্টটি তুলে নেওয়া হয়েছে। তবুও স্বস্তিতে নেই সদ্যপ্রয়াত কিংবদন্তির নিজের পরিবার।

You may also like

Leave a Reply!