Home প্রযুক্তি ইন্সটাগ্রামের নতুন ফিচার কীভাবে কাজ করবে?

ইন্সটাগ্রামের নতুন ফিচার কীভাবে কাজ করবে?

by banganews

একটানা অনেকক্ষণ সোশ্যাল মিডিয়া অ্যাপে সময় কাটাচ্ছেন? খেয়াল থাকছে না তারপর আচমকা দেখলেন সময় পেরিয়ে গেছে ২ ঘন্টা! এমনটা যদি হয় আপিনার সঙ্গে তাহলে আপিনার জন্য আছে এক সুখবর৷ ইনস্টাগ্রাম আপনার জন্য সমাধান নিয়ে এসেছে৷ এটিকে “টেক আ ব্রেক” বলা হচ্ছে।  এই নতুন ফিচার  নির্দিষ্ট সময়ের পরে সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ব্রেক নেওয়ার কথা মনে করিয়ে দেবে।

এই ফিচারটি ফুল স্ক্রিন রিমাইন্ডার হিসেবে আসতে চলেছে। তবে কতক্ষণ পরে আপিনাকে মনে করাতে হবে সেই সময়সীমা আপনি নিজেই নির্বাচন করতে পারবেন৷  ফিচারটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ডিসেম্বরের মধ্যেই  নতুন আপডেট আসতে পারে বলে মনে করা হচ্ছে৷

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেছেন যে এটি মানুষকে সোশাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনতে সাহায্য করবে।  ভবিষ্যতেও এই ধরনের আরও আপগ্রেড নিয়ে তারা কাজ করবেন৷ মোসেরি জানান, এই ফিচারটি থার্ড পার্টির বিশেষজ্ঞদের সঙ্গে মিলে তৈরি করা হচ্ছে

 

‘টেক এ ব্রেক’ প্রাথমিকভাবে  কয়েকজন ইনস্টাগ্রাম ইউজারের কাছে উপলব্ধ হবে। এই বিটা ইউজাররা ইন্সটাগ্রাম ফিডে এমবেড অপশন পাবেন। মোট চারটি সময়ের প্রিসেট থেকে ব্যবহারকারীরা সময় বেছে নিতে পারবেন। দীর্ঘতম ব্যবধান ৩০ মিনিট।  একবার সেট হয়ে গেলে, ইনস্টাগ্রাম সেই সময়ের পরে বিরতি নেওয়ার জন্য একটি রিমাইন্ডার দেখাবে।

তবে রিমাইন্ডার দিলেই যে ইন্সটাগ্রাম বন্ধ হয়ে যাবে তা নয়৷ আপনি এই নোটিফিকেশন নাকচ করে  ইচ্ছে মতো ইন্সটাগ্রামের ব্যবহার চালিয়ে যেতে পারেন। তবে আসক্তি কমাতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে বলেই মনে করা হচ্ছে৷

You may also like

Leave a Reply!