একটি লেঙ্গুর কর্ণাটকের একটি হাসপাতালের বাইরে ওপিডিতে বসে আছে৷ কারণ লাফাতে গিয়ে পায়ে চোট লেগেছিল ৷ আর তারই চিকিৎসা করাতে গিয়ে সে সোজা হাজির হয় হাসপাতালে ৷
ঘটনাটি ডাণ্ডোলি শহরের, আহত ল্যাঙ্গুর দন্ডেলির পাতিল হাসপাতালের প্রবেশ পথে ধৈর্য ধরে বসে আছে। কয়েক মুহূর্ত পরে, একটি কর্মী সদস্য ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়৷এরপরে তাকে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তার ক্ষতগুলি পরিষ্কার করা হয়৷
সেখানের হাসাপাতালে অসুস্থ লেঙ্গুরটির চিকিৎসাও করানো হয় ৷ লেটস গো ডাণ্ডোলি নামের সোশ্যাল হ্যান্ডেলে এই হনৃুমানের ভিডিওটি পোস্ট হওয়ার পরেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে ৷ ভিডিওতে দেখা গেছে হাসপাতালের স্টাফরা ভীষণ ভাল ভাবে সেই লেঙ্গুরটির খেয়াল রাখছেন৷ হাসপাতালের গেটে বসে থাকতে দেখে ডাক্তাররা তার চিকিৎসা করেন৷
ইন্ডিয়ান ফরেস্ট অফিসার সন্দীপ ত্রিপাঠী নিজের ট্যুইটার হ্যান্ডেলেও শেয়ার করে নিজের ভিডিও-র ক্যাপশনে লিখেছেন, ডাণ্ডোলির পাটিল হাসপাতালে একটি চোটপ্রাপ্ত হনুমানকে সুস্থ করে ছেড়ে দেওয়া হয় ৷এই হাসপাতালের স্টাফদের যত প্রশংসা করা হয় ততই কম৷ ’